আজ ০৯ জুন, ২০১৯খ্রি. (রোববার পবিত্র ঈদুল ফিতর পরবর্তী কৃষি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী উপস্থিত সকলের সাথে কোলাকুলি করেন।
কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণসহ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়।
সভায় দেশের মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছে বলে সন্তোষ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকের মুখে অবশ্যই এ সরকার হাসি ফুটাতে সক্ষম হবে; সাময়িক অসুবিধার কথা স্বীকার করে তিনি কৃষিবান্ধব এ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয়সহ খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সুফল অচিরেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।