কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থার বিভিন্ন সেবা সহজিকরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সমন্বয়ে এটুআই এর সহায়তায় গত ১০-১২ এপ্রিল/২০১৮ সময়ে ৩দিন ব্যাপী একটি কর্মশালা কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি, খামারবাড়ী, ঢাকা তে সম্পন্ন হয়েছে। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়সহ আওতাধীন দপ্তর সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর মোট ১৮ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় মোট ৬টি সেবা সহজিকরণের বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ সিরাজুল হায়দার, এনডিসি, যুগ্মসচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার জনাব মোহাম্মদ জাকীর হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক জনাব ড. মোঃ আব্দুস ছাত্তার, পরিচালক এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট হাসান মোঃ হামিদুর রহমান এবং এটুআই প্রোগ্রাম এর কনসালট্যান্ট ড. মোঃ জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।
কর্মশালায় এটুআই এর মনোনীত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেন জনাব খালিদ মেহেদী হাসান, উপসচিব, জন-প্রশাসন মন্ত্রণালয় এবং বেগম নাহিদা বারিক, সহকারী পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ সিরাজুল হায়দার, এনডিসি, যুগ্মসচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার জনাব মোহাম্মদ জাকীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মোঃ আজিজ জিলানী চৌধুরী এবং সিনিয়র সিস্টেম এনালিস্ট হাসান মোঃ হামিদুর রহমান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর পরিচালক কৃষিবিদ বিধান কুমার ভান্ডার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর সচিব (যুগ্মসচিব), তুলসী রঞ্জন সাহা এবং এটুআই প্রোগ্রাম এর কনসালট্যান্ট ড. মোঃ জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।