Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০১৯

কৃষি আবহাওয়া সংক্রান্ত বিশেষ সর্তকবার্তা


প্রকাশন তারিখ : 2019-05-02

আগামী - মে (২০-২৩ বৈশাখ) তারিখের জন্য বিশেষ কৃষি বার্তা

সিলেট, সুনামগঞ্জ, মেহেরপুর, নোয়াখালী জেলার জন্য বিশেষ কৃষি আবহাওয়া বার্তাঃ

৩-৬ মে ২০১৯ তারিখে তুলনামূলকভাবে অতি ভালো বৃষ্টি (৬.০-১০.০ সি.মি) ও তীব্র বেগে বাতাস হওয়ার সম্ভাবনা আছে । এমতাবন্থায়, দন্ডায়মান ফসল রক্ষার জন্য নি¤œলিখিত কৃষি পরামর্শ জরুরী ভাবে প্রেরণ করা হলোঃ

১. যেখানে বোরো ধান ৮০% পরিপক্ক হয়েছে অতিসত্তর কেটে ফেলার পরামর্শ দেয়া হলো। অন্যথায় তীব্র বেগের বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি হতে পারে।

২. পরিপক্ক চিনাবাদাম, রবি ভূট্টা ও সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে।

৩. সেচ নালা পরিষ্কার রাখতে হবে যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে।

৪. ক্ষেতের চারপাশে উচুঁ বাধঁ দিতে হবে যাতে পানির শ্রোত দন্ডায়মান ফসলে ক্ষতি করতে না পারে।

৫. যেহেতু ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ভেসে যেতে পারে তাই এই মুহুর্তে বীজ বপন ও চারা রোপন থেকে বিরত থাকতে হবে।

৬. সেচ, সার ও কীটনাশক প্রদান আপাতত বন্ধ রাখতে হবে।

 

রংপুর, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, নরসিংদি, লালমনিরহাট, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার জন্য বিশেষ কৃষি আবহাওয়া বার্তাঃ

৩-৬ মে ২০১৯ তারিখে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এমতাবন্থায়, দন্ডায়মান ফসল রক্ষার জন্য নি¤œলিখিত কৃষি পরামর্শ জরুরী ভাবে প্রেরণ করা হলোঃ

১. যেখানে বোরো ধান ৮০% পরিপক্ক হয়েছে অতিসত্তর কেটে ফেলার পরামর্শ দেয়া হলো। অন্যথায় তীব্র বেগের বাতাস ও বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি হতে পারে।

২. পরিপক্ক চিনাবাদাম, রবি ভূট্টা ও সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে।

৩. সেচ, সার ও কীটনাশক প্রদান আপাতত বন্ধ রাখতে হবে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস