বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় কৃষি মন্ত্রী
প্রকাশন তারিখ
: 2019-04-15
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় কৃষি মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন; “অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪২৬ জাতীয় জীবনে আরো সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক ।” এসময় দেশবাসী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে স্মৃতিচারণ করেন।
কৃষি মন্ত্রী বলেন; বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করা। বাংলা নববর্ষ বাঙালির আবহমানকালের সার্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের মধ্যেই রয়েছে বাঙালির আত্মপরিচয়, জাতীয়তাবাদের উত্থান এবং জাতিসত্তা ও সংস্কৃতির বিকাশ। এর মধ্যদিয়েই বাঙালির অসাম্প্রদায়িক চেতনা বছরের পর বছর ঋদ্ধ হচ্ছে। তাই পহেলা বৈশাখ উদযাপন বা বাংলা বর্ষবরণ কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়। এই দিনটি বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা ও শেকড় সন্ধানের পরিচয়ও বহন করে।
কৃষি সচিব জনাব মো: নাসিরুজ্জামান এর সভাপতিত্বে শুভেচ্ছ বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,যুগ্মসচিব,উপসচিবসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।