Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০১৭

কৃষি সংশ্লিষ্ট ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক শোকেসিং আয়োজিত


প্রকাশন তারিখ : 2017-08-07

রাজধানীর ফার্মগেটস্থ বিএআরসি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ০৬ আগস্ট ২০১৭ তারিখ দিনব্যাপী কৃষি সংশ্লিষ্ট ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক শোকেসিং অনুষ্ঠিত হয়। শোকেসিং পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জনাব মোঃ সিরাজুল হায়দার, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চীফ ইনোভেশন অফিসার জনাব মোহাম্মদ জাকীর হোসেন।

উল্লেখ্য, ইতোপূর্বে কয়েকটি পর্বে বাছাইকৃত হয়ে কৃষি সংশ্লিষ্ট ১৯টি সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এ শোকেসিং এর জন্য বিবেচিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থার মাঠ পর্যায় থেকে উঠে আসা এসব উদ্ভাবনী উদ্যোগ আগামীতে সেবা প্রত্যাশীদের সময়, অর্থ ও ভিজিট (টিসিভি) হ্রাস করে চাহিদামাফিক সেবা প্রদান করবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় ও এটুআই প্রোগ্রামের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কৃষি মন্ত্রণালয়াধীন দপ্তর/সংস্থার প্রধানগণ, সংশ্লিষ্ট উদ্ভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।