Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৮

কৃষি মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2018-06-24

 

কৃষিমন্ত্রণালয়ের অধীন ১৭টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১২ জুন ২০১৮) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি ও সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর উপস্থিতিতে দপ্তর ও সংস্থার প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।

ইতোমধ্যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর করেন। এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সরকারের ভিশন ও মিশন নিয়ে সকলকে কাজ করতে হবে, যা সরকারের রূপকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের এপিএ বিশেষজ্ঞ পুলের সদস্যবৃন্দ ও সকল দপ্তর/সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।