জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়া এবং স্বীকৃতি পাওয়া উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারী ২৫/১১/২০১৭ তারিখ দুপুরে মন্ত্রণালয় থেকে আনন্দ শোভাযাত্রাসহ ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন।