স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস ২০১৯’ পালনের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক সভা ২১ জুলাই ২০১৯ খ্রি: তারিখে সকাল ১১:০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়। উক্ত সভায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর/সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি ফলোআপ সভা সচিব মহোদয়ের সভাপতিত্ত্বে আগামী ০৬.০৮.২০১৯ খ্রি: তারিখ মঙ্গলবার সকাল ১১:০০ টায় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।