Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০১৯

শেষ হলো ৩দিন ব্যাপি জাতীয় বীজ মেলা ২০১৯


প্রকাশন তারিখ : 2019-07-01

 

“খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে মানসম্পন্ন বীজের ব্যবহার“ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএআরসি চত্ত্বরে ২৮-৩০ জুন অনুষ্ঠিত হলো জাতীয় বীজ মেলা ২০১৯। মেলায় প্রতিদিন সকাল ৯.০০-রাত ৮.০০ পর্যন্ত ফসলের বিভিন্ন জাতের মানসম্পন্ন বীজ, বাহারি জাতের ফল এবং সবজির চারা প্রদর্শিত হয়। মেলায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার বিভিন্ন জাতের সবজি বীজ বিক্রি হয়। ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ২৩টি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলা অনুষ্ঠিত হয়।

২৮ জুন শুক্রবার মেলার শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. নাসিরুজ্জামান, মাননীয় সচিব, কৃষি মন্ত্রণালয় এবং জনাব মো. ফজলে ওয়াহেদ খোন্দকার, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক জনাব আশ্রাফ উদ্দিন আহমেদ। ৩০ জুন পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় বীজ মেলা ২১০৯।