গত ২০ জুন, ২০১৯ খ্রিস্টাব্দে কৃষি মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ দপ্তর/সংস্থার ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। তাঁর উপস্থিতিতে কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান দপ্তর/সংস্থার প্রধানগণের সাথে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ছিলেন বিশেষজ্ঞ পুলের সদস্য ড.এস.এম. নাজমুল ইসলাম, প্রাক্তন সচিব, কৃষি মন্ত্রণালয়, ড. আব্দুস সাত্তার মণ্ডল, এমিরিটাস প্রফেসর, বিএইউ এবং প্রাক্তন সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন, জনাব মো: হামিদুর রহমান, প্রাক্তন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।