কৃষি মন্ত্রণালয়ের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্প এবং রাজস্ব বাজেটভুক্ত কর্মসুচিসমূহের অগ্রগতি পর্যালোচনা (জুন, ২০১৯ পর্যন্ত) বিষয়ক একটি সভা ২৮ জুলাই ২০১৯ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এম.পি। উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দপ্তর/সংস্থা প্রধানগণ এবং মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের শতভাগ অগ্রগতি অর্জনের লক্ষ্যে প্রকল্পের দরপত্র আহবানের কাজ আগষ্ট, ২০১৯ এবং কার্যাদেশ প্রদানের কাজ সেপ্টেম্বর, ২০১৯ সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভাপতি দেশের পার্বত্য অঞ্চলে প্রচলিত ফসলের পাশাপাশি অপ্রচলিত ফসলের চাষ বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী উপায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সভায় নির্দেশনা প্রদান করেন।