০৪ জুলাই ২০১৮ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ-এর ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ কৃষি মন্ত্রণালয়কে সম্মাননাপত্র প্রদান করেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এ সম্মাননাপত্র গ্রহণ করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরী এমপি-এর নিকট এ সম্মাননাপত্র হস্তান্তর করেন।