Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৯

নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের পর্যালোচনা ও ৩য় পর্বের শোকেসিং


প্রকাশন তারিখ : 2019-06-24

 

গত ২২ জুন, ২০১৯খ্রিস্টাব্দে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট ঢাকায় দিনব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের পর্যালোচনা ও ৩য় পর্বের শোকেসিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের ১৬টি অধিদপ্তর থেকে ২৭টি ইনোভেশন/আইডিয়া উপস্থাপন করা হয়। পর্যালোক কমিটির একটি দল প্রতিটি স্টল ঘুরে দেখেন, বিচার করেন এবং প্রথম  ১টি, দ্বিতীয় ২টি ও তৃতীয় ৩টি স্থানে চিহ্নিত করে একটি করে সনদ প্রদান করেন।  

প্রথম সেশনে শোকেসিং কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুসতাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, এটুআই। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ইনোভেশনগুলো মানুষের উপকারার্থে ডেভলপ করা হয়েছে। ইনোভেশনগুলো যাতে মানুষের দৌড় গোড়ায় খুব সহজে পৌছে যায় সে জন্য মানুষের মধ্যে সাড়া জাগাতে হবে।

দ্বিতীয় সেশনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ড. মোঃ শামসুল আরেফিন, সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং অনলাইন বেজড এ্যাপসগুলোর পাশাপাশি কাস্টমার সার্ভিসের ব্যবস্থা রাখতে হবে। যাতে করে একজন প্রান্তিক কৃষক সহজেই কাস্টমার কেয়ার থেকে তার সমস্যার সমাধান করতে পারেন।

নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের পর্যালোচনা ও ৩য় পর্বের শোকেসিং কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়। তিনি শোকেসিং কর্মশালায় উপস্থাপিত আইডিয়াসমূহের সফল বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। 

ইনোভেশন শোকেসিং ও এর অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং করেন চীফ ইনোভেশন অফিসার জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ দপ্তর/সংস্থার প্রধানগণ।