বঙ্গবন্ধু’র সোনার বাংলা বিনির্মাণে কৃষি ও কৃষকের সুখী সমৃদ্ধ আনন্দময় জীবনের প্রত্যাশায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভায় ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়-এর সভাপতিত্বে গত ২৮/০৫/২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। মোঃ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণ ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের ৪৫৭১টি ইউনিয়নে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু কৃষি উৎসব আয়োজনের কর্মপরিকল্পনা করা হয়েছে। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সভায় মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি-, প্রধান উপদেষ্টা, মোঃ নাসিরুজ্জামান, সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও দপ্তর/সংস্থার প্রধানগণকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু কৃষি উৎসব উদযাপন উপলক্ষ্যে গ্রামীণ মেলা, দেশীয় খেলাধূলা, নৌকা বাইচ, লোকগীতি-গম্ভীরা, স্থানীয় কৃষকের ভাবনা, কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা-আড্ডা প্রভৃতির আয়োজন থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও কৃষি অলিম্পিয়াড আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।