Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন-এর জন্মশতবার্ষিকী উদযাপন


প্রকাশন তারিখ : 2021-03-18

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ১৭ মার্চ, ২০২১খ্রি.  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে বিএআরসি চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১৭ মার্চের তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। কিংবদন্তী মহানায়ক বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচকবৃন্দ আলোচনা করেন। কৃষি ও কৃষকের প্রতি বঙ্গবন্ধু’র প্রগাঢ় ভালোবাসার বিষয়টি সকলেই তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন মোঃ আসাদুল্লাহ, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রণালয়, ড.অমিতাভ সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও মোহাম্মদ ইউসুফ, মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়।