Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০২১

করোনায় বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মোশারফ হোসেনের মৃত্যুতে সিনিয়র সচিবের শোক


প্রকাশন তারিখ : 2021-07-13

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মোশারফ হোসেন করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ১২ জুলাই ২০২১ তারিখ সোমবার রাতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

ড. মো: মোশারফ হোসেন মৃত্যুকালে সাতক্ষীরা জেলার বেনেরপাতা কৃষি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ বাড়ি খুলনা জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম। শোকবার্তায় সিনিয়র সচিব বলেন, দক্ষ ও চৌকস কর্মকর্তা ড. মো: মোশারফ হোসেন মৃত্যুর পূর্ব পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে গেছেন।

সিনিয়র সচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।