Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২১

৪র্থ শিল্প বিপ্লবে কৃষি মন্ত্র্রণালয়ের ভূমিকা


প্রকাশন তারিখ : 2021-03-24

‘৪র্থ শিল্প বিপ্লবে কৃষি মন্ত্র্রণালয়ের ভূমিকা, করণীয় ও প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ২৪-০৩-২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো: মেজবাহুল ইসলাম প্রধান অতিথি এবং ড: মো: আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাগণ এবং দপ্তর/সংস্থার প্রধানগণ  অংশগ্রহণ করেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব ওয়াহিদা আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। ড: মো: আব্দুল মান্নান, ‘৪র্থ শিল্প বিপ্লবের কৌশল এবং বিভিন্ন সেক্টরে শিল্প বিপ্লবের প্রভাব এবং নিকটবর্তী ভবিষ্যতের চ্যালেন্সসমূহ  নিয়ে আলোকপাত করে একটি তথ্যসমৃদ্ধ পাওয়ার পয়েণ্ট উপস্থাপন করেন। ৪র্থ শিল্প বিপ্লবে কৃষিক্ষেত্রে সম্ভাবনা, সম্প্রসারণ এবং চ্যালেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো: মেজবাহুল ইসলাম ৪র্থ শিল্প বিপ্লবে কৃষিক্ষেত্রে করণীয় বিষয়ে কৃষিকে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তি বিকাশসহ নিকটবর্তী ভবিষ্যতের চ্যালেন্স মোকাবেলায় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ৪র্থ শিল্প বিপ্লবে কৃষি কৌশল ও যান্ত্রিকীকরণের আমূল পরিবর্তন ঘটবে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সেক্টরের কৃষকেরা যাতে কৃষি-এ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে উৎপাদনশীলতার ধারাকে অব্যাহত রাখতে পারে এ বিষয়ে মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ের দপ্তর/সংস্থাসমূহের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। বৃহত্তর পরিসরে সেমিনার/ওয়ার্কশপ/কনফারেন্স আয়োজনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের একটি কর্ম-পরিকল্পনা প্রণয়নের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নির্দেশনা প্রদান করেন।