Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২০

কৃষিবিদ হরলাল মধু'র মৃত্যুতে কৃষিমন্ত্রী এবং কৃষিসচিব মহোদয়ের শোক


প্রকাশন তারিখ : 2020-11-20

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক কৃষিবিদ  হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যুবরণ করেন।
তাঁর  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
আজ এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, কৃষিবিদ হরলাল মধু অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে গেছেন। করোনার ঝুঁকির মধ্যেও তিনি তাঁর দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। কৃষির উন্নয়নে তাঁর অবদান  সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
কৃষিমন্ত্রী  তাঁর  বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোকবার্তায় কৃষিবিদ হরলাল মধুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম।
শোকবার্তায় কৃষিসচিব বলেন, কৃষিবিদ হরলাল মধু ছিলেন একজন সৎ, চৌকস ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তাঁর মৃত্যুতে কৃষিক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।  তাঁর কর্মস্পৃহা ও অবদান কৃষিবিদসহ সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম ব্যাচের সদস্য কৃষিবিদ হরলাল মধু  ভোলায় উপ পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্যা গুণগ্রাহী  রেখে গেছেন। তাঁর গ্রামের  বাড়ি মাদারীপুর জেলার রাজৈর নটাখোলা গ্রামে।