Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২০

সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রয়েছে- কৃষিমন্ত্রী


প্রকাশন তারিখ : 2020-09-03
ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২০
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে তা বলা মুশকিল।  তবে বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবিলায়  দ্রুততার সাথে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে।   খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা প্রদান করছে। ফলে কোভিড-১৯ পরিস্থিতিতেও খাদ্য উৎপাদনের ধারা বজায় আছে। আশা করা যায়, করোনার প্রভাবে দেশে খাদ্য নিয়ে কোন সংকট হবে না।
মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর  হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘের খাদ্য  ও কৃষি সংস্থার  (এফএও'র) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে ভাষণে অনলাইনে এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে কৃষি সচিব মো: নাসিরুজ্জামান, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ, এফএও'র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন  প্রমুখ উপস্থিত ছিলেন।
 
কৃষিমন্ত্রী বলেন, কোভিড-১৯ ও জুনোটিক(প্রাণিবাহিত) রোগের চ্যালেঞ্জ মোকাবিলায় ' এক স্বাস্থ্য অ্যাপ্রোচ' নিতে হবে যেখানে মানুষ, প্রাণি, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে আন্তসম্পর্ককে বিবোচনায় নিয়ে কাজ করতে হবে।
 
এবারের ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সের  আয়োজক ভুটান। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভিভিও কনফারেন্সের  মাধ্যমে ১- ৪ সেপ্টেম্বর সময়ে অনুষ্ঠিত হচ্ছে এ  কনফারেন্স। কনফারেন্সের চেয়ারপার্সন ভুটানের কৃষি ও বনমন্ত্রী লিওনপো ইয়েশি পেনজর,  এফএও'র মহাসচিব ডংইয়ু কিউ, সদস্যদেশসমূহোর কৃষিমন্ত্রীগণ উপস্থিত ছিলেন। এশিয়া -প্যাসিফিক অঞ্চরের ৪৬ টিদেশ এ কনফারেন্সে অংশগ্রহণ করছে।